৳ 400
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
বিদ'আত গ্রন্থের এ খণ্ডে জানাযা, কবর, কবর যিয়ারত ও ঈছালে সওয়াব প্রভৃতির সাথে সংশ্লিষ্ট বিদ'আতসমূহের আলোচনা স্থান পেয়েছে। উল্লেখ্য যে, এসব বিদ'আত, বিশেষ করে কবর ও যিয়ারতের সাথে সংশ্লিষ্ট বিদ'আতগুলো ইবাদতের অন্যান্য বিদ'আতের চেয়ে সাধারণত অধিকতর মারাত্মক ও বিপজ্জনক। তন্মধ্যে কোনো কোনোটি র্শিক পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ স. র্শিকের এ সকল পথ রুদ্ধ করে দিয়েছেন। তিনি কবর যিয়ারতের এমন নীতিমালা প্রণয়ন করেছেন, যাতে লোকজন কবরপূজা ও কবরবাসীদের ব্যাপারে যে কোনো প্রকার বাড়াবাড়ি থেকে বেঁচে থাকতে পারে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, বর্তমানে অধিকাংশ লোকই কবরকে কেন্দ্র করে এমন সব কাজে জড়িয়ে পড়েছে, যেসব বিষয় থেকে রাসূলুল্লাহ স. নিষেধ করেছেন, উম্মতকে কঠোরভাবে সতর্ক করেছেন। অবশ্যই কেউ কেউ হয়তো নেক নিয়্যাতেই ঐসব কাজে অংশ গ্রহণ করে থাকে; কিন্তু নিয়্যাত বিশুদ্ধ হওয়ার সাথে সাথে কাজ এবং কাজের পদ্ধতিটাও যে বিশুদ্ধ হতে হবে- এ সরল কথাটিও তারা সহজে বুঝতে চায় না। আমি এ গ্রন্থে কুর'আন, হাদীস ও প্রথম সারির নির্ভরযোগ্য মুজতাহিদ ইমামগণের মতামতের ভিত্তিতে এ সকল বিষয়ে পরিষ্কার ধারণা দেবার চেষ্টা করেছি। আল্লাহ তা'আলার রহমত ও তাওফীকই আমার একমাত্র সম্বল। তিনি আমাকে চিন্তা-গবেষণা করার যে সামান্য সুযোগ দান করেছেন, তা দিয়েই সংক্ষিপ্ত পরিসরে বিভিন্ন বিষয়ে গবেষণা করে যতটুকু সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি, তা-ই কেবল ইলমের প্রচার ও প্রসারের দায়িত্বানুভূতি থেকে উম্মতের কাছে উপস্থাপন করেছি। মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে এ প্রার্থনা করি, যদি আমার কোনো কথায় কোনো ত্রুটি-বিচ্যুতি থাকে, তিনি যেন আমাকে তা ক্ষমা করে দেন এবং সংশোধনের সুযোগ দান করেন। বলাই বাহুল্য, যে কোনো মানবীয় কাজে ভুল থাকা খুবই স্বাভাবিক। আর আমার মতো অতি সাধারণ ব্যক্তির ভুল ব্যাপক হওয়াই । وما أبزى نصبي من الخطا والزلل আমি আমার বিজ্ঞ পাঠকগণের নিকট একান্তভাবেই কামনা করবো যে, এ গ্রন্থের কোথাও কোনো ধরনের ভাষাগত ত্রুটি-বিচ্যুতি, তথ্য বিভ্রম কিংবা মতামতের ভুল দেখতে পেলে অনুগ্রহ করে আমাকে অবহিত করবেন। আমি আমার জ্ঞানগত দৈন্য ও সীমাবদ্ধতা সম্পর্কে পুরো অবহিত এবং ভুল সংশোধনের জন্য একান্তই আগ্রহী।
Title | : | বিদআত - চতুর্থ খন্ড (হার্ডকভার) |
Publisher | : | বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার |
ISBN | : | 9789849371083 |
Edition | : | 1st Published, 2020 |
Number of Pages | : | 312 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0